মনস্বী
সাহানুকা হাসান শিখা
নশ্বর এই পৃথিবীতে।
অবিনশ্বর ভালোবাসা,
বিক্রি হয় নিলামে।
আদর্শ আর স্বাধীনতা
বন্দি হয় টাকার গোলামে।
বিধাতা দেখে এই বেচাকেনা,
মুচকী হাসে অন্তরালে।
দেখ রে এই নতুন মহাজন
কি লেখা তোর ভালে।
কতটুকু তোর টাকার দেমাগ
কিনবি কত ক্রিতদাস,
বেলা গেলে খেলা শেষে
কোথায় হবে তোর বসবাস ?
টাকার কেনা ভালোবাসায়
মিটবে না তোর কোন আশাই।
দিয়েছিলে তুই নকল নোট,
ফেরত পেলি সব জাল ভোট।
মনটাকে বাঁধ সহজ করে,
সরল রেখা যা এঁকে।
ভালো থাকবি এই ধরাতে,
সুন্দর কে সাথে রেখে।
স্বার্থ ছেড়ে বাসবি ভালো,
হৃদয় জুড়ে জ্বলবে আলো।
ক্ষণিকের এই জীবদ্দশায়,
সম্পর্ক টা করিস না কালো।