কি করে দূরত্ব হলো
——–নাসিমা খান।।
একদিন কত কাছে ছিলাম হাত বাড়ালেই ছুঁয়ে দিতে অধরের তিল
আজ অনেক দূরের তুমি
কি করে এতটা দূরত্ব তৈরি করলে মাঝখানে
কি করে অদৃশ্য পটে রাখলে নিজেকে আড়াল করে!
সেদিন বেলকনিতে দাঁড়িয়ে ছুঁয়ে দিতাম তোমার মাধবীলতা শরীর
ছুঁয়ে দিতাম সিকেই রাখা সতেজ কয়েন গুলো
এখন অচল দুপয়সা আর সেই আধুলি গুলো পড়ে আছে ময়লার বিনে
তুমি কেমন নিখোঁজ হয়ে গেলে ডলার আর রুপির ভীড়ে!
কীভাবে এত দূরত্ব তৈরি হলো
কি করে গভীর কুয়াশার ভীড়ে আড়াল করলে নিজেকে
আমি পৃথিবী ধ্বসে গেলে অতোটা বিস্মিত হতাম না
যতটা বিস্মিত হয়েছি তোমার বিস্মৃতির বর্ম দেখে
এখন ক্রুর হাসি হাসে নিসর্গ অতীত!