অবসাদ
নাসরিন জাহান মাধুরী
তোমার জন্য ফুলের গুচ্ছ হাতে
তোমার জন্য অপেক্ষাতে রোজ
পায়ে পায়ে চলি তোমার সাথে
তোমার কি আর আছে কোন খোঁজ
হৃদয় পোড়ে অনন্ত আগুনে
কোন সে দেয়াল তোমার আমার মাঝে
হৃদয় পোড়ে অনন্ত ফাগুনে
কোন সে ব্যথা তোমায় আমায় বাজে
তুমি যেনো ভিন গ্রহতে থাকো
আমার আলো পৌঁছে নাতো সেথায়
আমারো তাই পথের নেশা দেখো
একলা পথে একাকী মন হারায়
ক্লান্ত চোখে অবসন্ন মনে
থাকি চেয়ে দূরের পথের পানে….