কথোপকথন—২
তোমার অপেক্ষায়
কুর্চীফুলে আঁচল ভরেছি সখা , সাজাব তোমার কুড়ে ঘর।
—কুর্চীফুল কোথায় পেলে সই ?
—কুর্চীফুল?
হৃদয় বাগানে, লোকচক্ষুর অগোচরে, ফুটেছিল গোপনে।❤️
—সর্বনাশ !!
জঙ্গলী ফুলে সাপের বাসা। তাকে আঁকড়ে থাকা নয় তো সোজা। এবড়ো খেবড়ো বুনো পথ।
—যে পথে ভয় নেই, সাপখোপ নেই, পোকা মাকড় নেই সে পথে চলার মজা কোথায়?
হাত ধরে তো দেখ, ভয় দুঃখ যন্ত্রণা ছুমন্তর হবেই হবে নীলাঞ্জন।
—মিষ্টি, রঙিন কর আমার রাজমহল। দেবী শূন্য কাঁদে দেবালয়। দাঁড়িয়ে আছি অনন্ত কাল। তোমার অপেক্ষায়…
—শক্ত হাতে হাত রেখেছি তাই নিশ্চিন্তে চলব বুনো পথ। দুটি ধারার মাঝে বইবে এমন নদী কই? প্রেমালিঙ্গনে মত্ত পদ্মদ্বয়ের মাঝে ঢুকবে, এমন দুঃসাহস আছে কার? বলতে পার সখা আমার?
অসংখ্য ধন্যবাদ বন্ধু।