সূবর্ণজয়ন্তী
হামিদা আনজুমান
সূর্য হাসে মধুর হাসি
বাতাস বাজায় পাতার বাঁশি
মন্দ যা আজ রুখে
টুনটুনিটা বেড়ায় উড়ে
ফুলের বনে ফিরে ঘুরে
বিজয় দিনের সুখে।
পুঁইয়ের লতায় ফড়িং বসে
বুলবুলিটা খেজুর রসে
ঠোঁট ডুবিয়ে ভাসে
প্রজাপতি নেচে নেচে
ঘাসের ডগায় শিশির সেচে
স্বাধীন সুখে হাসেে।
এই যে এতো খুশির আলো
চারিদিকে সকল ভালো
কি কারণে বলো?
কোন সে আবির চোখে মেশে
সুবর্ণ-জয়ন্তী দেশের
এই দিনে কি হলো?
সবুজ বুকে লালের বাহার
বিজয় দিবস এলো আবার
জয় পতাকা তোল
আজকে খুশির বন্যা মনে
মোবারকবাদ জনে জনে
ডিসেম্বরের ষোল।