“সোনালী সকাল ”কবিতাটি লিখেছেন কলমযোদ্ধা–ছন্দা দাশ

416
“সোনালী সকাল ”কবিতাটি লিখেছেন কলমযোদ্ধা–ছন্দা দাশ

সোনালী সকাল

               ছন্দা দাশ।

পথ দাও চলে যাই
এ পৃথিবী হয়েছে মলিন,
জীর্ন, ক্লান্ত,দুঃসহ নরক।

এ ভূমি আর নেই বাসযোগ্য,
নই আমি আর যুগোপযোগী।

শুধু বঞ্চনা,শুধু হাহাকারে
অসত্যের জুয়ায় চলে জীবন
মিথ্যের সহবাসে প্রতি পল।

পথ দাও যাই চলে,
হে প্রভু তুমিও অন্ধ আজ।
আলো দাও,আলো চাই।
অথবা তোল ধ্বংসের ঝড়
তারপরে জাগবে ধ্বংসের
মাঝে সোনালী সকাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here