” অহম ”
রুনা দেব চৌধুরী
তোমার সাথে অনেক কথা আছে ,
অনেক কিছু জমে আছে ছোট্ট এই মন টার মাঝে ,
বুকের মাঝে উথাল পাতাল চোরা স্রোত —-
বয়ে চলে মনের আনাচে কানাচে ।।
কখনো দেখিনি কোনোদিন তোমার কোনো উদ্বেগ ,
শীতল চাহনি ভরা চোখে
চেপে রাখো মনের আবেগ ।
কখনো কি হয়নি তোমার ওগো মনে ,
চোখে জল কেন অকারণে ?
কাঁপে ঠোঁট কেন থরথর ?
ভয়ে মন কেন জড়সড় ?
বোঝোনি চোখের কোনো ভাষা
পড়োনি কি লেখা আছে তাতে ,
হয়তো তোমার ও কোনো ব্যাথা,
চাপা আছে ওই দৃষ্টিতে ।।
তুমি তো অনেক বাহাদুর,
তবে কেন এত হতাশা !!
চাওনি জীবন থেকে কিছু ,
নেই তব কোনো প্রত্যাশা ।
তবুও এত অভিমান জমে আছে আমাদের মনে,
পারিনা কি সবকিছু ভুলে মিলে যেতে আবার দুজনে ———