“হবে তুমি সেরা” কবিতাটি লিখেছেন লন্ডন থেকে ব্যতিক্রম পরিক্রমায় বিরল প্রতিভাধর কবি মিনু আহমেদ ।

501
“মিনু আহমেদ এর কলমে আজকের কবিতা “সংগ্রামী মানুষ”
প্রতিভাধর কবি মিনু আহমেদ

“হবে তুমি সেরা”

          _____/মিনু আহমেদ।

ওঠাও তোমার হাত,মহান রবের কাছে।
করো একটু কাজ কাল হাশরের নামে।
খোলো তোমার চোখ দেখো দুনিয়াদারি।
দেখো না সুন্দরী তরুণী ভ্রষ্ট দৃষ্টি মিলে।
প্রকৃতির মাঝে বিলিয়ে দাও মন।
ভাবো প্রকৃতিই তোমার ধরনী।

এগিয়ে যাও সামনে।চলো দুরন্ত গতিতে।
পায়ের তলায় রেখো তোমার মাটি।
দেখবে,হবে তুমি একদিন সোনার চেয়ে খাঁটি।
খাটাও তোমার মাথা,
দেখবে কালে কালে তুমি হবে সেরা।
তখন তোমাকে করবে না কেউ হেলা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here