প্রতিভাধর ভারতের কবি —রত্নপ্রভাগাঙ্গুলী লিখেছেন গদ্যকবিতা “ম্লান_শিখা ” কবিতাটি প্রকাশিত হোল কবির বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা স্বরূপ ।

574
কবিতাটি প্রকাশিত হোল কবির বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা স্বরূপ
প্রতিভাধর ভারতের কবি —রত্নপ্রভাগাঙ্গুলী

ম্লান_শিখা।

          রত্নপ্রভাগাঙ্গুলী।

*************************
আমি দাঁড়িয়ে আছি ছাদনা তলায়,
বারোমাস্যা স্রোত ভেলায়।
নেমে আসা স্খলিত বিধুর বিনে,
মহাশক্তি মায়াবী মায়ার বন্ধনে।

তমস রজনীর আঁধার গেহী ,
রুদ্রজটায় তান্ডবী ভৈরবী ,
তেজস্বিনী রূপ কুন্ড রোদালীর,
তপন তপ্ত গ্রীষ্ম দহনীর।

আঁচল ঘেরানো মায়ের আচ্ছাদনে,
হোক না ছেদন বস্ত্রবয়ন ।
বাহু ডোরে বাঁধানো ঘোর আবরন,
বুকে টেনেই চলন্ত মুক্তো জীবন।

জ্বল জ্বলে দীপের অগ্নি ভূবনী,
দশ মাস গর্ভা জন্মধারীনি,
বুলি আঁখি ফুটে শব্দকোশে,
কুহু কুহুতানে “মা ডাক ই ভেসে।

শিশিরস্নাত পথে ভেজা আঁখিঠারে,
কে ঢাকবে গাত্রাবরণে ভূবন মায়েরে
কে বলবে ডেকে যাস নে– কাঁকই পথে,
কে বলবে মা-মাগো তুমি দানা দিয়েছো পেটে?

ঝড়ঝাপটায় আসুক না বিপদবহুল ,
ভেসে যাক দিক দিশিক বানে একুল-ওকুল ,
দিবাকর অস্তে চাঁদিনির দেখা,
উদিত টিপে মা- ম্লান শিখা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here