অনুভব
রেবা হাবিব
দুঃস্বপ্নগুলো ফেরি করে চলেছি
পণ্যবিহীন ভাসছি একূল -ও কূল।
বিষের নগ্নতায় জড়িয়ে গেছে সংসার!!
তুমি পারবেনা ঝাঁপ দিতে, সাঁতার কাটতে সে স্বপ্নে।
ছুঁতে পারবেনা আমাকে, আমি তোমাকে।
তাইতো
তোমার অনুপস্থিতি জন্ম দেয় গোপন অন্ধকারে !!
হাতের অনুসৃত প্রশ্নপত্র যেন লেগে আছে
সবু্জ গুচ্ছ ঘাসে।
অনেক নিবিড় সাধনায় ভেঙ্গে যাচ্ছে
সময় লীলার খেলাগুলি।
নিকষকালো অন্ধকার শুধুই দানা বাঁধতে
থাকে শূন্যতায় !!
অনেক লিঙ্গান্তরের ভিড়ে মনে পড়ে তোমাকে
চারিদিকে যেন আজ বিস্ময় ভরা বাতাস!!
চোখদুটি নির্ঘুম।