বুবুনের ঘরবাড়ি
দুর্গাপদ চ্যাটার্জী
যেন কাগজফুলের মতো ফিনফিনে হাওয়ার আঁচল
আর চুলখোলা জ্যোৎস্নার পাটভাঙা চাঁদের মতন
তোলপাড় বৃষ্টির তুমুল ঠিকানা নিয়ে
চেয়ে আছে যাবতীয় রাত ।
আর অনাবৃত জ্যোৎস্নার নৈর্ঋত আলোয়
চুপকথা জেগেছিল যুবতী চিঠির মতো
ডুবুডুবু একগলা খামের গভীরে ।
যেন থরোথরো নদীটির জ্যামিতিক জল ভেঙে
আকন্ঠ বুবুনের অনামিকা খুঁজেছিল কেউ
অলীক লিপির মতো টলমল মাছেদের দেশে ।
যেন সমবেত রাত্রির মুঠোমুঠো ঘুমন্ত স্টেশন
আর জ্যোৎস্নায় মাখামাখি হয়ে
লাজুক ঘুড়ির মতো জেগে আছে ভৌকাট্টার চাঁদ
আর নিবুনিবু উড়ান বাতাসে ঘনীভূত বুবুনের মতো
আদিগন্ত উপকথা নিয়ে উদাত্ত প্ল্যাটফর্ম ছুঁয়ে
ফিরে গেছে অপেক্ষার গাড়ি ।
ক্রমে এইভাবে একদিন পর্ণমোচী কবিতার মতো
সুশ্রুত কুয়াশায় মদেশিয়া শীত আসে
ব্ল্যাঙ্কেটের নরম জ্যোৎস্নায় ।
আর প্রাচীন ঘুমের মতো স্বপ্নের আকন্ঠ ইচ্ছায় যেন
মেঘের কামনা নিয়ে বৃষ্টির আত্মকথা লিখেছিল কেউ
অনর্গল বুবুনের বিনীত শীতের মতো
অপেক্ষার যাবতীয় ছুঁয়ে ।