একটি দিন চাই তোমার
নিশাত ফাতেমা
——–
তোমার জন্য
আর কতকাল অপেক্ষায় রাখার পর
তোমার একটা দিন আমাকে দেবে?
একটি পূর্ণ দিন,
সেদিন হোক রক্তাক্ত দুপুর
কিংবা আঠারো বছরের শান্ত রাত।
তারপর,
তারপর আমরা ঘুরে বেড়াবো,
শিশির ভেজা কুয়াশা রোদ্দুের।
আর চন্দ্রমুখী মাঠে,
আমার খোপায় বেলীফুল।
হাতে ভালোবাসা মাখা হাত,
কোলাহল,শীত শীত বাতাস পেরিয়ে,
আমরা হেঁটে যাবো অনন্ত কাল পর্যন্ত।
আমরা বেহুলা লখিন্দরের বাসর সাজাবো।
তোমার জন্য
একটা পূর্ণ ভালোবাসার দিন আমার পাওনা থেকে যাবে!
যদি না দাও,আবারো সাক্ষী হবে
সেই আঠারো বছর!!