ছেঁড়া মানচিত্রের চিঠি
বিকাশ চন্দ
আমাদের সহজ বিপন্নতা বোঝে জোড়া শালিক,
দেখা হবে কথা হবে চিনচিনে হার্দিক স্বরে—
ঘাসের চাদরে মুক্তা জল জানে সূর্যের আগমন,
চতুর্দিকে দেখে নেওয়া সজল চোখের আশ্চর্য সুখ,
তবুও তো দিনের প্রাসাদ ঢেকে যায় রাতের নরকে—
ভালোবাসা ওড়াউড়ি ছিল পাশাপাশি অরূপ কথা সাম্য।
টুকরো টুকরো সুখ স্মৃতি বিচূর্ন আয়নার আলো—
ভুলোভালা সময়ের দায় নেই কোন ইতিহাস ধরে রাখা,
ধূলো কালি ঘর সংসার কাঁদে ছড়ানো ছেঁটানো শাঁখা—-
এখন মেঘের রঙে বাদল আঁজলা ভরে ধরে রাখা শুভ্র ধারা,
আমার বাঁদিকের বুক পেরিয়ে ডাক পিয়নের বাড়ি—
আমাকে দিয়ে গেল একটা ছেঁড়া মানচিত্রের চিঠি।
গত দিনই নিদান দিয়েছে কিছু খন্ড খণ্ড কথামালা—
সারাদিনই গেল প্রহরের খোঁজে আমার ঠিকানা টুকু,
বিতর্কহীন বাহান্ন বিলাস মৌরসি তুলির তেল আঁচড়—-
অমিত বিক্রম রাজার ঘরে দুঃসহ আধ ঘোমটা খুলি,
প্রিয়তম এসো হাতে হাত বিলীন হই তিনশ’ সত্তর বার—
যত্নে আগলে রাখি টুকরো টুকরো সব মানচিত্রের ঘর।