থমকে যাওয়া জীবন
আওলিয়া খানম
হঠাৎই জীবন গেল থমকে
চারিদিক শুনসান নীরবতা
এত কোলাহল ভীড় যানজট,
এক নিমিষেই গেল থমকে।
মনে হচ্ছে জীবন গেছে থেমে
আর চলছেনা।
পৃথিবীর বয়সও বাড়ছেনা।
মানুষের বয়স কি গেছে থমকে
ফেরিওয়ালা হাঁকডাক,
ভিখিরির চিৎকার
দেবেন মা ভিক্ষে দেবেন্
খাইনি সকাল থেকে কিছু
হঠাৎই শোনা যেতো মুরগীওয়ালার হাঁক
মুরগী আছে বড় মুরগী
পেছনে ছাইওয়ালী,
ছাই নেবেন ছাই
মাছ নেবেন জিয়ল মাছ
সারাদিন কত হাঁকডাক
এসবই জিবন ।
আমি আবার ফিরে পেতে চাই
এরকম জীবন
যে জীবনে থাকবেনা নিস্তব্দতা
থাকবে কোলাহল ।
জীবন তো কোলাহলই
যেখানে কোলাহল নেই
সেখানে জীবনও নেই ++