“নিস্তব্ধ পৃথিবী”
________মিনু আহম্মেদ
তুমি কুৎসিত,তুমি কুৎসিত।
তবুও তুমি এলে এ ধরাতে—
ভয়ঙ্কর বিকশিত রূপে।
করোনা হয়ে হাওয়ায়ে-হাওয়ায়ে।
বয়ে চলছো অবিরাম চারিদিকে-
পৃথিবীময় লাশের সারি,দূষিত হাওয়া।
আতঙ্কিত-কলুষিত চারিদিক।
এরই মাঝে চলছে অবুঝ লীগ।
নিস্তব্ধ হয়ে গেছে পৃথিবী।
মাঝে মাঝে দমকা হাওয়া
কালবৈশাখী ঝড়ে—মনের প্রাচীরে আতঙ্ক বিরাজ করছে এদিক ওদিক।
ঘরে ঘরে—ভয়াবহ করোনা।
হঠাৎ করে মনে হয়
করোনারা কি আছে
নাকি ধুয়েমুছে গেছে নিশ্চিত!
খবরের কাগজ খুললেই পাওয়া যায় লাশের সারি।
কবে,কখন যাবে করোনা! কেউ কি বলতে পারো এ অনিশ্চিত-অজানা?
চারিদিকে চলছে যুদ্ধ যুদ্ধ খেলা কামান,গোলাবারুদ ছাড়া।
আতঙ্কিত দৃশ্য সারা বিশ্বে—
এ কেমন খেলা!
নেই স্বজন নেই প্রীতি-ভালোবাসা।
সবার দুয়ারে দুয়ারে তালা।
কেমন পয়জন তোমার হৃদয়ে! কেমন কেমিক্যাল প্রয়োজন তোমার বিনাশে করোনা।