কবিতায় বোধের বার্তা নিয়ে প্রকাশিত হচ্ছে তৌহিদ হোসেন মজুমদার ও নাঈম মাহমুদ মিথেলের কাব্যগ্রন্থ “বোধের জমিনে বাঘের থাবা”

784
তৌহিদ হোসেন মজুমদার ও নাঈম মাহমুদ মিথেলের কাব্যগ্রন্থ "বোধের জমিনে বাঘের থাবা"

বিশেষ প্রতিনিধি:অমর একুশে গ্রন্থমেলা ২০২০ এ পাতা প্রকাশনী থেকে প্রকাশক আলেয়া বেগম আলোর তত্ত্বাবধানে বইটি প্রকাশিত হচ্ছে।
পাতা প্রকাশনীর ৫৬২ নং স্টলে বইটি পাওয়া যাবে ৭ ই ফেব্রুয়ারি থেকে।

বইটি সম্পর্কে কবি-সংগঠক নাঈম মাহমুদ মিথেল বলেন,
কবিতায় যদি সত্য ও প্রেম প্রকাশিত না হয় তাহলেই ব্যর্থ কবি। আমি এবং আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন শিক্ষক তৌহিদ হোসেন মজুমদার আমাদের নিজেদের উপলব্ধি গুলো সাজিয়েছি। প্রতিটি কবিতায় একটি বার্তা দেয়ার চেষ্টা করেছি সত্য ও সুন্দরের।
এখন বোধহীন সমাজে বেঁচে থাকাই জীবনের দায়,
শিশুশ্রম বিক্রি করে ফুল, ক্রেতা কিনে সস্তায়।
কষ্টের আগুনে জ্বলে তারা, অবলা-অক্ষম-পঙ্গু-বিধবা-বোবা-বধির-ধর্ষিতা-পঙ্গু-পরিচয়হীন ছিন্নমূল-কালো-অনূঢ়া-পথশিশু ও সর্বহারা।
এক শ্রেণির মানুষ ক্ষমতায় অন্ধ কালো চশমা পরা দেশ মাতৃকাকে ধর্ষণের পর তার অসহায় সন্তানদের পিষে চলে দুর্নীতি, অবিচারের যাতাকলে যেন তারা ঈশ্বর হতে চায়। বোধহীন সেই মানুষরূপি বাঘদেরই আজ সমাজে জয়ধ্বনি শোনা যায়।
বইটিতে আমরা এই ঘটনা প্রবাহের সাথে ঘনিষ্ট কিছু কবিতা লেখার চেষ্টা করেছি আর কিছু কবিতায় প্রেম খেলা করেছে।
দেহ-প্রাণে প্রেম,
সর্বস্ব জীবন মূর্ত-বিমূর্ত আনন্দ-সৌন্দর্য প্রেমে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here