২০২৩,বইমেলায় কবি ও লেখক-আয়েশা মুন্নি’র ভিন্ন মাত্রার রোমাঞ্চকর কাব্যগ্রন্থ “কাঠগোলাপের ঘ্রাণ”

257
আয়েশা মুন্নি’র ভিন্ন মাত্রার রোমাঞ্চকর কাব্যগ্রন্থ "কাঠগোলাপের ঘ্রাণ"

দৈনিক আলাপ সাহিত্য ডেস্ক : এবারের বইমেলায় (২০২৩) মূল্যবোধের আলোয় আলোকিত কবি- আয়েশা মুন্নি’র ভিন্ন মাত্রার রোমাঞ্চকর কাব্যগ্রন্থ “কাঠগোলাপের ঘ্রাণ” ৭ম কাব্যগ্রন্থটি পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলা ২০২৩। “কাঠগোলাপে ঘ্রাণ” বইটি পেতে আগ্রহী হলে-
প্রিয় বাংলা প্রকাশনী
স্টল নং ৫৯৭-৫৯৮
(বইমেলায় ঢুকতেই প্রথম সারিতে স্টল)
কবির এইটি ১২তম বই এবং কাব্যগ্রন্থ হিসাবে ৭ম ।
এই ছাড়াও কাব্যগ্রন্থটি পাওয়া যাবে-
প্রিয় বাংলা প্রকাশনী
চট্টগ্রাম স্টল নং– ১২৮
সিলেট – কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ।
অনলাইন পরিবেশক রকমারি:
কাঠগোলাপের ঘ্রাণ লিংক: https://www.rokomari.com/book/281375/katgolaper-gran
আয়েশা মুন্নির প্রকাশিত বই সমূহ


প্রকাশিত বই:
“বকুল থেকে বৃন্দাবন অতঃ পর”(কবিতা)
নীলাভ দূরত্ব (কবিতা)
স্বপ্নশব (কবিতা)
অমরাবতীর কথা (গল্প)
ইচ্ছে করে আকাশ ছুঁতে (শিশুতোষ ছড়া)
গল্পে গল্পে স্বরবর্ণ (শিশুতোষ গল্প)
রঙিন রোদচশমা (কবিতা)
কয়েন ( কিশোর গল্প)
শিল্পস্নান (কবিতা)
ভালোবাসার চারণভূমি (গল্প)
আবছায়ার অন্তরালে (কবিতা)
অনুভূতি থেকে দেশ,সমাজ,আর্দশ, মানবিক মূল্যবোধ প্রেম,দ্রোহ,সুখ, দুঃখ ও নিজস্ব তাগিদ থেকেই কবি ও লেখক আয়েশা মুন্নি লেখালিখি করেন ।

কবির কথা- এই প্রজন্মের প্রতি আহ্বান বই পড়ুন। যত পড়বে তত জানবে। সুস্থ ধারার সাহিত্য চর্চা ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here