ভিন্নধারার লেখক ,কবি এ কে এম আব্দুল্লাহ এর বিশটি গল্প নিয়ে—একুশের বইমেলা ২০২০-এ প্রকাশ করেছে ‘টি-ব্রেকের গল্প’

729
কবি এ কে এম আব্দুল্লাহ এর বিশটি গল্প নিয়ে—একুশের বইমেলা ২০২০-এ প্রকাশ করেছে ‘টি-ব্রেকের গল্প’

দৈনিক আলাপ ডেস্ক: ভিন্নধারার লেখক ,কবি এ কে এম আব্দুল্লাহ।লিখেন তার নিজস্ব ঢংয়ে, নিজস্ব নিরীক্ষায়। অনার্য পাবলিকেশন্স একুশের বইমেলা ২০২০-এ

কবি এ কে এম আব্দুল্লাহ এর লেখা জীবন চিত্রের অসাধারন গদ্য কবিতা “দু:খিতা সন্ধ্যার গল্প ”
লন্ডন, যুক্তরাজ্য থেকে লেখক, কবি এ কে এম আব্দুল্লাহ

করেছে এই ভিন্নধারার বিশটি গল্প নিয়ে গ্রন্থ –‘টি-ব্রেকের গল্প’ কবি এ কে এম আব্দুল্লাহ’র গল্পে  একটা নিজস্ব দর্শন আছে, আছে নিজস্বতা। তার কবিতায় যেমন রয়েছে বিশ্ব জয়ের আহ্বান, তেমনি রয়েছে চিত্রকল্প, আধুনিকতা…”।

লেখক ,কবি এ কে এম আব্দুল্লাহ’র বিশটি গল্প সময়কে ধরে রাখার সাথে সাথে, ভাবনা ছাড়িয়ে যায় নবযুগে। তার প্রতিটি গল্প উপভোগ্য শব্দচয়ন আর কাব্যরস যেন একান্ত নিজস্ব। বইটি মেলার শুরু থেকেই পাওয়া যাচ্ছে অনার্যের স্টলে।

অমর একুশে গ্রন্থমেলা -২০২০

”অনার্য প্রকাশনী ” –স্টল নং – ৩৪২,৩৪৩,৩৪৪,
‘টি-ব্রেকের গল্প’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here