“প্রতিশোধ”জীবন ছোঁয়া কবিতা লিখেছেন কবি-জেসমিন জাহান।

25
“প্রতিশোধ”জীবন ছোঁয়া কবিতা লিখেছেন কবি_জেসমিন জাহান।

প্রতিশোধ
জেসমিন জাহান

মাটি থাইক্যা আকাশ অব্দি
ঘন কুয়াশার পর্দায় ঢাকা
আন্ধারে কিচ্ছু দেহা যায় না
গাছের সবুজেও ধোঁয়াশা
ধুঁয়াগুলান কুণ্ডলী পাকায়া
মাকড়সার জালের লাহান
আষ্টেপৃষ্ঠে জড়ায়া আছে
মাথার মইদ্যে শিশির ঝরে
য্যান টিনের চালে বৃষ্টি
ঝরতাছে তো ঝরতেই আছে
সইন্ধ্যাকালেই কালি আন্ধার
নিশুত ইস্টিশনের ধ্যান ভাইঙ্গা
ফোঁসফোঁস করতে করতে
বিরাট অজগর আইয়া
মাথা বাড়াইয়া দিয়া থামলো
হঠাৎ উদরের মইদ্যে থনে
উগরাইয়া দিল জীয়ন্ত লাশ
ফুলি, জবা, কান্তা…আহারে!
তারপর, হেলতে দুলতে
আন্ধারে মিলাইয়া গেলো।

বোবার মতন চাইয়া ছিলাম
যহন বৃষ্টির ফোঁটাগুলান
মগজে ধাক্কা দিয়া কইলো,
“হাত গুটাইয়া থাকলে চলবো
কাছা দিয়া নাইম্যা পড়
মেশিনগান হাতে খাড়া হইয়া
মুক্তি মর্দের লাহান এহনই
একবার ঝাঁপাইয়া পড়,
সবুজ মশাল জ্বইল্যা উঠুক
দাউ দাউ কইরা জ্বালাইয়া
পোড়াইয়া ছারখার কইরা দে
আর য্যান আঁচড় না লাগে
গেরুয়া মায়ের সবুজ আঁচলে
আসমান নাইম্যা আসুক নিচে
বারুদের ধুঁয়ায় আন্ধার হোক
বাতাস দিক বদলাইয়া যাক
রাজপথ, অলিগলি- জংলা
লণ্ডভণ্ড হোক আবারও
তুমুল ঝড় উঠুক রাজপথে
প্রতিবাদের কঠিন জোয়ারে
ভাইস্যা যাক মাঠ- প্রান্তর
ভাইঙ্গা পড়ুক রঙ্গিলা প্রাসাদ।

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here