” রক্ষক যখন ভক্ষক”
হামিদা পারভিন শম্পা
~~~~~~~~~~~~~~
যুবসমাজের এই অধঃপতনের
দায় বলো কার?
ধর্ষন আর খুনখারাবিতে
জীবন করছে ছারখার।
দশমাস দশদিন কষ্ট মায়ের
সন্তান নাহি বোঝে, ,
হাড়ভাঙা খাটুনির বিনিময় বাবা
সন্তানের সুখ খোঁজে।
মেয়ে শিশুর জন্ম নেয়া কি
এই সমাজের পাপ?
নরপশুর নোংরা দৃষ্টি থেকে
ন’মাসের শিশু পায়না মাফ!!
ভয়ে অস্থির পিতা মাতা
মেয়ের ভবিষ্যৎ চিন্তায়,
ঘরের মেয়ে সুস্থ্য স্বাভাবিক
ফিরবে তো দিনটায়?
দুধের শিশুর ধর্ষিত লাস
প্রতিদিন খবরের পাতায়,
স্কুল, মাদ্রাসা, কোচিং, বাসে
যেখানে মেয়েরা পা বাড়ায়।
বিশ্বাস কাকে করবো বল
শিক্ষক যেখানে ভক্ষক,
পিতা, ভ্রাতা কিংবা আত্মীয়
কে হবে কন্যার রক্ষক?
ধর্ষককে ও কোন এক মা
গর্ভে করেছে ধারণ,
মুখটি মনে পড়েনা মায়ের
ইজ্জত করতে হরণ?