তারুণ্যের কবি ছন্দা দাশ এর জীবন ছোঁয়া অসাধারন কবিতা “অবেলা ” 417 Share FacebookTwitterPinterestWhatsAppLinkedinEmailPrintTelegramCopy URL তারুণ্যের কবি ছন্দা দাশ অবেলা ছন্দা দাশ কি যেন বলেছিল কঠিন আবরণে বুঝিনি মানে তার রয়েছে অনাদরে। কতদিন গেছে কেটে মেঘ চেয়ে বেলা বাড়ে হঠাৎ পড়ল মনে সেই সে অজানারে। ভাটিতে গেছে ভেসে জীবনের কলরব আঁধার দিতেছে ঢেকে যা ছিল বাকি সব।