“কৃষ্ণকায়_যামিনীতে ”কবিতাটি লিখেছেন কবি নাসরীণ_জাহান_রীণা।

416
কবি নাসরীণ_জাহান_রীণা।

কৃষ্ণকায়_যামিনীতে

       নাসরীণ_জাহান_রীণা

অন্ধকারের আস্তিনে
বিকারগ্রস্ত স্বপ্নরা ,
বিষণ্ণতায় মুখ লুকায়
হাতছানিতেও অধরা ।

ঘুম-ঘুম চোখ
দিচ্ছে ডুব
কৃষ্ণকায় আঁধিয়ার যামিনীতে।

ছোপ-ছোপ
দাগি দুঃস্বপ্ন
কম্পন তোলে স্নায়ুতে।

হিস্ – হিস্
ভয়াল সর্প
দংশে হিয়া চকিতে।

ফিস্ – ফিস্
সুধায় কর্ণে
এই এসেছি, প্রাণ বধিতে।

হালুম-হুম
দিচ্ছে চুম
কালো থাবায় টুটছে নিদ।

হাপুস-হুপুস
গিলছে হুঁশ
অভয়-গৃহে কাটছে সিঁধ।

করছে চুরি
সাহস ভুরি
যাচ্ছে নিয়ে সিঁধেল চোর।

ভয়ার্ত ক্ষণ
কু’ ডাকছে মন
হচ্ছে না যে নিশি ভোর ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here