ভারত থেকে তমোঘ্ন চক্রবর্তীর নির্লিপ্ত কাব্যিক দৃষ্টি তে লিখা কবিতা“শুধু তুমিই পারো”

251
তমোঘ্ন চক্রবর্তীর নির্লিপ্ত কাব্যিক দৃষ্টি তে লিখা কবিতা“শুধু তুমিই পারো ”

শুধু তুমিই পারো
তমোঘ্ন চক্রবর্তী

শুধু তুমিই পারো

শুধু তুমি,
আমায় ভালোবাসতে-ভালো রাখতে,
আমার আবার যেন-তেন প্রেমে মন ভরে না কখনোই,
আমার চাই উদ্দাম প্রেম….
কোথাও তিলমাত্র খামতি নেই যে প্রেমে,
কানায় কানায় টইটুম্বুর একটা অবাধ্য প্রেম…. !
লাগাম ছাড়া ভালোবাসা, বন্য প্রেম…
শুধু তুমিই পারো!
আমার এই মন মরুভূমিতে একটু বৃষ্টির ছিটা দিতে,
পাতা ঝরে যাওয়া জীর্ণ গাছটায়, তারুণ্যের সবুজ ছোঁয়া লাগাতে,
ব্যস্ত বিক্ষিপ্ত এই প্রানটায় একটু শান্তি এনে দিতে,
চেন্নাই এর এই গ্রীস্মে একচিলতে বসন্ত এনে দিতে,
শুধু তুমিই পারো,
চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া স্বপ্ন গুলোকে আবার জোড়া লাগাতে,
স্থাবর মনটাকে আবার যাযাবর করতে,
শক্ত চোয়াল এর নিচে সুপ্ত ঘুমন্ত যৌবনটাকে আবার উত্তাল করতে,
সমাজের উচ্চপদস্থ দেবদাস বাবুকে আবার বেতালা মাতাল করতে,
শুধু তুমিই পারো,
শুধু তুমি!

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here