যদি হয় শূন্যতা
নাদিরা খানম
ভালোবাসা যদি হয় শূন্য শূন্য।
আসবে না ঋতুরাজ বসন্তের আগমন বার্তা
ফুটবে না ফুল বাগানে থোকা থোকা
কোকিল গাইবে না কুহু কুহু গান।
চলে যাবে মধুভরা বসন্ত সমীকরণ।
গাছের পাতায় হাহা করবে উদাসী হাওয়া।
যদি হয় শূন্য শূন্য শূন্য
নদীতে উঠবে না অথৈ ঢেউ
জোয়ার আসবে শোকসভা হয়ে।
নীরব শান্ত থাকবে নদীর জীবন
কূলে ভিড়বে না নাও,
নদীর মিলন হবে না সাগরের বুকে।