প্রেমের কবি নজরুল
আলমগীর হোসেন খান
তুমি কাব্যের গগনে আলোকিত তারা
প্রেম বাগানের শোভাসিত ফুল ,
নার্গিসের চোখের পানি তোমার
হৃদয়েকে করেছে সাহারার মরুভূমি।
দুলির ভালোবাসা তোমাকে দিয়েছে
নবজীবনের বাঁচার পথ।
তোমার উদাসী মনে জাগরণের সুর
প্রজ্ঞার বিভুষনে সাহিত্যকে দিয়েছো
আবেগের অবিস্মরণীয় উচ্ছলতা।
বেদনা আরা সুন্দরকে এক করে
দাঁড় করেছো সমুদ্রের মোহনায় ।
তোমার কবিতা বিশ্বজনীন ধারার
বহমান এক বর্নিল স্রোতধারা ।
তোমার অগ্নিবীনায় বিদ্রোহের সুর
গলায় বাঁধা হারমোনিয়ামে নারীর
রাজপথে প্রতিবাদী কণ্ঠ।
তোমার কাব্য বৈচিত্রের রঙধনু
কঠোর বাস্তবতার মহিমায় সমুজ্জ্বল।