নির্বাক চোখে-শারমিন আ-ছেমা সিদ্দিকী এর অনুভূতি স্মৃতির কবিতা“অদৃশ্য ভালোবাসা ”

445
শারমিন আ-ছেমা সিদ্দিকী এর অনুভূতি সৃতির কবিতা“অদৃশ্য ভালোবাসা ”

অদৃশ্য ভালোবাসা 

শারমিন আ-ছেমা সিদ্দিকী

অনেক বছর আগে প্রিয়
আজ এই দিনে,
পাশে এসে হাত ধরেছিলে
তাই চেয়েছিলাম মুখপানে

অদৃশ্য বাঁধনে বেধেছিলে আমায়
রেখেছিলে মনের মন্দিরে,
আত্মায় আত্মায় মিশে আছি তবুও
আজ কাছে থেকেও বহুদূরে

তোমার প্রতিটি কথাই আমি
আজও চলি মেনে,
হতাশায় ডুবলে তোমার আত্মা
আমায় তুলে টেনে

বুকের ভিতর ব্যাথার সাগরে
নিমিষেই ডুবে যাই,
তুমি এসে পাশে একটু মুচকি হেসে
নাও কাছে ডেকে ইশারায়

এখন আর হয় না আমার
জ্যোৎস্নায় স্নান করা,
রাতের আকাশ যতোই থাকুক
উজ্জ্বল তারায় ভরা

তোমাতে আমি, আমাতেই তুমি
এভাবেই চলুক গতি,
তুমি আমি মিলে করেছি তৈরি
অদৃশ্য ভালোবাসার নদী

তোমায় নিয়ে কখনো যাই
পদ্মার চিকচিকে বালুচরে,
কখনো আবার জলচর হই
কলা গাছের ভেলা করে

পাখি হয়ে ঘুরে বেড়াও
নীল আকাশ জুড়ে,
শিষ দিয়ে গান গেয়ে যাও
আমার ঘুম ভাঙিয়ে

দিগন্তে দেখি তুমি আছো মিশে
দৃষ্টি আমার যায় থেমে,
হাত দুটি ধরে পাশে গিয়ে বসি
আর ভিজিয়ে দেয় বৃষ্টি নেমে

কাক ভেজা হয়ে তুমি চুপিসারে
কানে কানে বলো কথা,
আমি আছি দিবানিশি তুমি
দূর করো মনের ব্যথা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here