সুখ না অসুখ
ছন্দা দাশ
সকালবেলা একলা এলি তুই
জ্বর ছিল তাই,বললি একটুখানি ছুঁই?
আমি বললাম,আসবি না তুই কাছে
অসুখ আমার যা হয়েছে বড্ড তা ছোঁয়াচে।
ওমনি রেগে যেই ছুঁয়েছিস গা
সপ্তসুরে উঠলো বেজে সা রে গা মা পা।
অসুখ আমার অন্য রকম সুখে
চোখের সাথে চোখ মেলালো প্রসন্ন কৌতুকে।