কবি ~ছন্দা দাশ এর ব্যতিক্রম ধর্মী কবিতা “সুখ না অসুখ ”

473
কবি ~ছন্দা দাশ এর ব্যতিক্রম ধর্মী কবিতা “সুখ না অসুখ ”
কবি ~ছন্দা দাশ

সুখ না অসুখ

               ছন্দা দাশ

সকালবেলা একলা এলি তুই
জ্বর ছিল তাই,বললি একটুখানি ছুঁই?

আমি বললাম,আসবি না তুই কাছে
অসুখ আমার যা হয়েছে বড্ড তা ছোঁয়াচে।

ওমনি রেগে যেই ছুঁয়েছিস গা
সপ্তসুরে উঠলো বেজে সা রে গা মা পা।

অসুখ আমার অন‍্য রকম সুখে
চোখের সাথে চোখ মেলালো প্রসন্ন কৌতুকে।

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here