স্বাধীনতার পঞ্চাশ বছর
এ এইচ জিহান মৃধা
আজ পঞ্চাশ বছর হলো আমার চোখে ঘুম নেই,
এখনো সেফটি ট্যাংক হতে গলিত লাশের গন্ধ আসে।
হায়নার থাবায় আমার হৃদয় স্পন্দন কেঁপে উঠে,
এখনো হায়নাদের দল বিতাড়িত হয়নি বাংলা হতে।
আজো আমি ধর্ষণের বোবা চিৎকার শুনতে পাই,
আজ পঞ্চাশ বছর হলো আমার চোখে ঘুম নেই।
সন্তান হারানো মায়ের আর্তনাদে ভারী বর্ষণ হয়,
রক্তের স্রোতে লাল গালিচা হয় সবুজের আবরণ।
নির্মম নির্যাতনে রাতের আঁধারে অসহ্য যন্ত্রণায় মৃত্যু হয়।
এখনো রাতের আঁধারে গুলি বর্ষণের শব্দ শুনতে পাই।
আজ পঞ্চাশ বছর হলো আমার চোখে ঘুম নেই,
বাবার কাঁধে সন্তানের লাশ নিয়ে আদালতে মহড়া হয়।
কুমারীর কুমারিত্ব হরন করে ভ্রূণ নষ্ট হয়!
মানসিক ভারসাম্যহীনের গর্ভে সন্তান জন্ম হয়?
কুকুরের মুখে নর্দমায় নবজাতকের চিৎকার শুনতে পাই?
আজ পঞ্চাশ বছর হলো আমার চোখে ঘুম নেই,
এখনো ক্ষুধার্ত নর্দমা খুঁড়ে পঁচা বাঁশি খাবার খায়।
এখনো ক্ষুধার্ত খাবারের জন্য হাত বাড়িয়ে দেয়,
খাবার নিয়ে কুকুর অনাহারের কাড়াকাড়ি দেখতে পাই।
আজো আমি ক্ষুধার্ত চিৎকার শুনতে পাই।
আজ পঞ্চাশ বছর হলো আমার চোখে ঘুম নেই,
একই পরিধেয় স্বামী-স্ত্রী লজ্জা নিবারণ করতে হয়।
ময়লা চাদর ধূসর বিবর্ণ বস্ত্র পরিধান করতে হয়,
হাড়কাঁপানো শীতে বস্ত্র হীনা বৃদ্ধের থরোথরো কম্পন দেখতে পাই।
এখনো বস্ত্রহীন মানুষ উলঙ্গ শরীল দেখতে পাই।
আজ পঞ্চাশ বছর হলো আমার চোখে ঘুম নেই,
এখনো মানুষ ফুটপাতে যাত্রী ছাউনির নিচে রাত্রি যাপন করে।
রোদে পুরে বৃষ্টিতে ভিজে পোকামাকড়ের কামর খায়,
বিষফোঁড়া অসহ্য যন্ত্রনায় চিকিৎসা বিহীন মৃত্যু হয়।
মুক্ত গগন তটে প্রসূতি মায়ের প্রসব দেখতে পাই।
আজ পঞ্চাশ বছর হলো আমার চোখে ঘুম নেই,
এখনো অধিকার আদায়ে নৈরাজ্য বঞ্চিত জাতি।
গরীব দুঃখীর সম্পদ লুট হয় কৈয়ফৎ বিহীন।
আজো গরীব দুঃখী পৃষ্ঠ হচ্ছে চলছে রাহাজানি,
আজো অধিকার আদায়ের জন্য লড়াই করতে হয়।
আজ পঞ্চাশ বছর হলো আমার চোখে ঘুম নেই,
আজো নিরীহ লোকের জোরকরে জবানবন্দি নেয়া হয়।
এখনো ফাঁসির আসামি মুক্ত ঘুরে লোকালয়ে,
এখনো জেল হত্যা হয় কারাগারে ধর্ষিতা হয় নারী।
এখনো আইনের শাসকদের হাতে শোষনের কথা শুনতে পাই।
আজ পঞ্চাশ বছর হলো আমার চোখে ঘুম নেই,
এখনো ক্ষমতার বলে জোর করে রাজ্য দখল হয়।
আপন ভাইয়ের গলায় চুরি চালায় ক্ষমতা ছিনিয়ে আনতে?
হানাহানি হয় রক্তের স্রোত বয় ক্ষমতায় টিকে থাকতে,
আজো মুক্ত নয় দেশ পাক-হানাদার হিংস্র ছোবল দেখতে পাই।
আজ পঞ্চাশ বছর হলো আমার চোখে ঘুম নেই,
ত্রিশ লক্ষ শহীদের পাহাড় পেরিয়েছি মুক্ত বাতাস কিনতে।
রক্তাক্ত হয়েছে বাংলার জনপদ কৃষ্ণচূড়ার ডাল,
আজো আমি দুলক্ষ বীরাঙ্গনা অধিকার আদায়ে চিৎকার শুনতে পাই।
আজ পঞ্চাশ বছর হলো আমার চোখে ঘুম নেই।