“ভালবাসার বেলি”
হামিদা পারভিন শম্পা~~~
ভালবাসার বেলিগুলো
গিয়েছিল সব ঝরে
শুন্য গাছে তাকাতাম না
কিছুতেই আমি ভয়ে।
ফুলের শোকে বিভোর থাকতাম
অন্ধকার ঘরে একা,
ভুল করেও হয়না যেনো
তার সাথে দেখা।
মনের মধ্যে সারাক্ষণ ছিল
কিসের এতো ভয়,
তার সামনে যেতে আমার
কেন এতো সংশয়।
আনমনে হঠাৎ তাকিয়ে দেখি
কুঁড়ি ফুটেছে গাছে,
ভালবাসার পরশ নিয়ে হাত
বুলিয়ে দিলাম তাতে।
বুকের ভেতর অজানা ভয়
করছে দাপাদাপি,
দমকা হাওয়ায় ফুলটা আমার
ঝরে যাবে নাকি।।