নদী ও লড়াই
বিশ্বজিৎ কর
নদী যখন শান্ত হবে, অবাধ্য ঢেউয়ের নিয়ন্ত্রণে –
আমি তোমায় নিয়ে যাব মাতলা নদীর লঞ্চঘাটে,
কথা হবে, কবিতা হবে….
ঐ দেখো ক্ষিদে মেটাবার ধারাবাহিক কাহিনী,
নিবারণকাকার কাঁকড়া শিকারের প্রাণপণ চেষ্টা! কতজন অপেক্ষায়, দু’মুঠো ভাতের!
ডুবে যাওয়া সূর্যের রক্তিমতায় কি সুন্দর লাগছে রুকসানা -কে, দেখো!
ওর শরীরে ক্ষতের কারণও ক্ষিদের চাবুক,
সুন্দরবনের মৌমাছির সাথে লড়াই, মধু সংগ্রহের তাড়না! এমন সব লড়াই আমার কবিতা!
নদী এখন শান্ত, ঘুমিয়ে পড়েছে চাঁদের আলোর উষ্ণতায়! আব্দুল মাঝি গান ধরেছে –
“চাঁদের গায়ে চাঁদ লেগেছে…… ”
তাড়াতাড়ি চলো, রাতের কবিতা ডাকছে!