ভেজাকাব্য
এলিজা খাতুন
আমার সান্ধ্য অস্তিত্বে তোমার নতুন পান্ডুলিপি
মেঘ-কলম জলের লিখনে যেমন লেখে মাটির ভেজানোর গল্প
শ্রাবণের আগমনে ভেজা ভূমি কেমন নিঃশ্বাস উড়ায় ! দেখেছো!
আর হাঁটুজলে থৈ থৈ মাঠে মৃদু-স্রোত-ধ্বনি শুনেছো !
আমি অমন বান ঠেকাতে বাঁধ দিয়েছি
বাঁধের অযুত রন্ধ্র যেমন শুষে নেয় অনুভবের জল ;
ওভাবেই কি রচিত হয় তুমুল ভেজাকাব্য !
যদি তাই হয় নিঃশব্দে পড়ে নিও জলের গোপনলিপি