জীবন বোধের কবি- নাসরিন জাহান মাধুরী এর কবিতা “স্বেচ্ছা বন্দী ”

468
জীবন বোধের কবি- নাসরিন জাহান মাধুরী এর কবিতা “স্বেচ্ছা বন্দী ”

স্বেচ্ছা বন্দী

নাসরিন জাহান মাধুরী

স্বেচ্ছা বন্দী আমি
আমার কথায়
আমার সকল কাজে
লক্ষ্মণ রেখা পার হইনা আর
অদৃশ্য আততায়ীর শ্যেনদৃষ্টি
অহর্নিশ অনুভব করে তৃতীয় নয়ন…

নিশ্চুপ রই স্বেচ্ছায়
শব্দের বাণে জব্দ করিনাতো
নিজের স্বভাব দোষে নিজেই যদি
বনে যাই খল চরিত্র
বিচারের কাঠগড়ায় জবানবন্দি
আমাকেই দিতে হবে…

তাই নিশ্চুপ স্বেচ্ছা বন্দী
থাকি আপনাতেই
পারিনা মিলাতে তাল পৃথিবীর তাল লয়ে
থাকি নিরালায় একাকি আপনায়…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here