“মায়া”
হামিদা পারভিন শম্পা
~~~~~~~~~~~~~~
কুয়াশামাখা স্বচ্ছ শিশিরে
মুখটি কার ভাসে,
সূর্যের প্রথম কিরণ ঝলমলিয়ে
ঘাসের বুকে হাসে।
মুঠোয় ভরা শিউলী বলো
কার বিরহে ঝরে,
নকশীকাঁথায় জড়িয়ে আবার
তাকেই মনে পারে?
উষ্ণ আলিঙ্গনে আপ্লুত হয়ে
কার ধ্যানে মগ্ন থাকো,
বুকের অতলে নিশ্বাস গুলো
দীর্ঘশ্বাসের হাঁক ডাকো !
দৃষ্টির অন্তরালে মুখটি
নিছক যার মায়া,
অভ্যাস অভ্যস্ততায় রেখোনা
তার কোন ছায়া।
ভালোবাসায় বিশ্বাসঘাতকতার
নেই কোন ঠাঁই,
বিশ্বাসভঙ্গের খেলায় মেতে
নিওনা কারো হাই।