নান্দনিক কবি- লকিতুল্লাহ মাহমুদ চিশতী এর অসাধারণ কবিতা“এরপর‌ও আমি নিজেকে, মানুষ দাবি করি ”

456
নান্দনিক কবি- লকিতুল্লাহ মাহমুদ চিশতী এর অসাধারণ কবিতা“এরপর‌ও আমি নিজেকে, মানুষ দাবি করি ”

এরপর‌ও আমি নিজেকে, মানুষ দাবি করি

লকিতুল্লাহ মাহমুদ চিশতী

আমি বলাৎকার,আমি একজন ধর্ষক
নির্যাতন করে ভিকটিমকে আগুনে পুড়ে মারি
টাকার বিনিময়ে মনুষ্যত্বকে বলি দেই
কোরআনের বাণী বিক্রয় করি তুচ্ছ মূল্যে
এরপরও আমি নিজেকে, মানুষ দাবী করি।

আমি পর্নীয় নারীদের সাথে কাটাই দিনরাত
পণ্য দ্রব্যে ভেজাল মিশাই অহরহ
দোকানদার হয়েছি ওজনে কম দেই
মজুদ করে কৃত্রিম সংকটে পন্যের দাম বাড়াই
এরপরও আমি নিজেকে, মানুষ দাবী করি।

আমি প্রেমের ফাঁদ পেতে প্রতারণা করি
কুমারী মেয়ের পেটে কামনার বীজ দেই
পরিচয় হীন ঐ জারজের বাবা আমি
সম্মান হারাবো বলে তাকে আমি স্বীকার‌ই করিনা
এরপরও আমি নিজেকে, মানুষ দাবী করি।

পিতামাতা বৃদ্ধ হলে তাদের বৃদ্ধাশ্রমে পাঠাই
আমি নেশার টাকা না পেয়ে বাবা মাকে হত্যা করি
স্ত্রীকে বেশী সুখ দিবো বলে মা বাবা ভুলে যাই
ধাক্কা দিয়ে তাদেরকে ঘর থেকে নামিয়ে দেই
এরপরও আমি নিজেকে, মানুষ দাবি করি।

আমি ডাক্তার হয়ে রোগীদের খুন করি
মাতৃসিজার না লাগলেও সিজার করে থাকি
আমি বিচারক হয়েও অন্যায় বিচার করি
পুলিশ হয়েছি বলে,ঘুষ নিয়ে দোষীকে ছেড়ে দেই
এরপরও আমি নিজেকে মানুষ দাবী করি।

আমি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান
আমি ঠাকুর ব্রাম্মন পুরোহিত আলেম বিদ্যান
সুদ ঘুষ নিয়ে টাকার পাহাড় বানাই
ঐশী আল কোরআনের বানী আমার ঈমানে ঢুকেনা
এরপরও আমি নিজেকে, মানুষ দাবী করি।

এরপরও আমি নিজেকে, মানুষ দাবী করি
আসলে আমি কী মানুষ,না ঐ দূষিত প্রাণি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here