কবি হোসনে আরা রিতা অপ্সরা এর বিশ্লেষণ ধর্মী অসাধারণ লেখা “ময়ূরাক্ষী “

574
কবি হোসনে আরা রিতা অপ্সরা

ময়ূরাক্ষী

               হোসনেআরা রিতা অপ্সরা

মন দুলছিল খুশির দোলায়
তপ্ত রোদেজলে মন খুব উসখুস করছিলো
চন্দন সুবাসে মহুয়া বন জ্যোৎস্না স্নানে
নীলাচলে হারায় হৃদগমে !

সূতো ছিড়েঁছিল ময়ূরাক্ষী
ঘুড়ি উড়াবে নীল আকাশ- তলে
সুর তুলে ছিল তুমুল ঝংকার বাতাসের গায়
হঠাৎ দমকা বেগে ঝড় উঠেছিল
লোটুপটি খেয়ে ছিল ময়ূরাক্ষী নির্লোভ শ্রাবণ ধারাতে।

ময়ূরাক্ষী ঘুড়ি ঠিকানা খুঁজে পায়নি
অস্তরাগে মিশে যায় ধীরে ধীরে ,
ময়ূরাক্ষী বিষন্ন মনে ছুঁটে এদিকে ওদিকে
পায় না দিক খুঁজে।

ময়ূরাক্ষী ভালোবাসা থাকে হৃদয় জুরে
ভালোবাসা ছোটে শঙ্খচূড়ের জিবের পাশে
ভালোবাসার থাকে উৎকন্ঠায় পথ চেয়ে
ভাবনা গুলো ভেঙেচুরে খান খান ।

ময়ূরাক্ষী গন্তব্যহীন , শ্বাসরোদ্ধ বাকহীন
খরস্রোতে ভাসমান ,
নিঃসীম অন্ধকারে খুঁজে চলা
ক্রান্তির ক্লান্তিহীন ছায়াপথ চলা।

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here