“নারী”কবিতাটি সৃজনশীল লেখনির আলোয় আলোকিত করেছে তারুণ্যের কবি বৃষ্টি আহম্মেদ।

471
তারুণ্যের কবি বৃষ্টি আহম্মেদ

নারী

বৃষ্টি আহম্মেদ

নারী তুমি কি?
তুমিতো অনুভুতিহীন এক যন্ত্র
তুমি পাঠ করে যাবে অন্যের বলামন্ত্র।
মনের যতোকথা রাখো লুকিয়ে
কারন!তুমি নারী
তোমার অনুভুতি প্রকাশেআছে বারণ।
কৈশর ছেড়ে যৌবন পূর্ণ হলে
পরিবার তোমায় পাঠাতে চায়
সংসার নামক জেলে।
তোমার মনের খবর কেউ কি রেখেছে??
দিয়েছে কি? চাওয়ার মূল্য?
তুমিতো বন্দিনী!আসামীর সমতুল্য।
কৈশোরে ছিলে তুমি বাবা আর ভায়ের অধীন।
যৌবনে স্বামী আর বার্ধক্যে সন্তানের।
ভেবে দেখো নারী!
এই স্বাধীন যুগে তুমি কতোটা স্বাধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here