মনের মত বাঁচি
শর্মিষ্ঠা ভট্টাচার্যি
ধ্যাৎ তেরিকি—–
আর নয় দুঃখ গাঁথা –
বন্ধ ঘরের নীরব ব্যথা-
এক নিমিষে ই উড়িয়ে দিলাম —
মনঘরের যত বিবশ কালো–
ছড়ানো যত টুকরো আদর —
সোহাগ সুতায় জড়িয়ে চাদর–
আপন করেই সব নিলাম।।
ভোর তো হেথায় রোজ ই হয়,
নব তরঙ্গে শনশন করে হাওয়া বয়–
একটু না হয় সেই পরশ মেখে নিলাম,
পথের পরে নতুন রথে সওয়ার হলাম।
দিনগুলো যদিও এক ই আসে–
ফুল ফুটিয়ে, পাখির ডানায় ভেসে —
একটু না হয় ,ঐ রঙ্গে মন রাঙিয়ে নিলাম,
জলভরা যত মেঘ রয়েছে, উড়িয়ে দিলাম।
আর নয় কোন দুঃখ বিলাস,
মন আঁধারে ঢেকে হা হুতাশ,
এবার না হয় উল্টো হাঁটি,
নিজের মত করে নিজে বাঁচি।
আজ থেকেই হোক নতুন শুরু,
মন্দবাসার ভাবনা কে দূরে ঠেলে,
ঐ দিগন্তের নীল রঙে রাঙিয়ে নিয়ে,
রূপ সাগরে অরুপের মাঝে বিলিয়ে দিলাম।।