দূর
কলমে অর্পির্ত কুন্ডু
আজ বৃষ্টি আসুক
ধুয়ে যাক স্মৃতির চৌকাঠ…
পেরিয়ে যাব হাজার মাইল
তোমার থেকে শতবর্ষ দূরে….
সেদিন চোখে অবুঝ মায়া নিয়ে
কেউ আর দাঁড়িয়ে থাকবে না হয়তো…
কোথাও চিহ্নটুকুও আর রাখবে না
ধুলোর গায়ে দু একটা দাগ কেই বা মনে রাখে?
তুমি বরং তাকে যত্নে রেখো
যে সরলরেখায় জীবন খোঁজে…
আমি বৃত্ত পথের শেষে তোমাকেই খুঁজে নেব…বারবার।
…এক আকাশ দূরত্বে।