”একুশের ঋন”
হামিদা পারভিন শম্পা
~~~~~~~~~~~~~
একুশ নয়তো গোলাপ,
নয় রজনীগন্ধার প্লাবন
লাখো শহীদের খুনে রঞ্জিত
বিধ্বংসী নয়নের আগুন।
একুশ নয় কুয়াশা স্নাত
শিশির বিন্দুর আড়মোড়া
সালাম, বরকত, রফিক,শফিকের
বর্ণমালা কয়েক জোড়া।
বাঙ্গালির প্রাণ একুশ যেনো
উচ্ছসিত শহীদের আত্মাহুতি
দিয়েগেছে প্রাণ দিয়েছে রথ
অগ্নি ঝরা বিজয়ের প্রগতি।
বাঙ্গলা মায়ের আনাচে-কানাচে
একুশের জয়ধ্বনি,
রবে বাঙ্গালী শ্লোগানে মুখর
সবুজ বাংলা হলো জননী।