একটি ব্যাক্তিগত রিংটোন
এ কে এম আব্দুল্লাহ
দীর্ঘশ্বাসের বুদবুদ হাতে নিয়ে ঘুরছি এম টুয়েন্টিফাইভ-এর ওপর। সবগুলো এক্সিট বন্ধ। হার্ডসোলডারে দাঁড়িয়ে— এখন সিলিন্ডারে অক্সিজেন ডাউনলোড করছি।
এই ফাঁকে স্পিডক্যামেরা ফাঁকি দিয়ে উড়ে গেলো যে মধ্যাহ্ন ; লেইনচেইন্জের মারপ্যাচ শেষে— এখন ট্রাফিকজ্যামে কাতরাচ্ছে।
আর,এই সংবাদ ব্রেকিং নিউজ হয়ে যখন নেমে এলো নিজস্ব চ্যানেলে।তখন দুরের শহর ভেঙে অ্যাম্বুল্যান্সের কিছু ব্লু রং সাইরেন— আত্মহত্যা করলো।