“স্বর্গ- কানন” কবিতাটি লিখেছেন সাহিত্যের অন্যতম সারথি শংকরী সাহা।

640
“স্বর্গ- কানন” কবিতাটি লিখেছেন সাহিত্যের অন্যতম সারথি শংকরী সাহা।

স্বর্গ- কানন

         শংকরী সাহা

ক্ষুদ্র এই ফুলের কাননে
মৌমাছি উড়ে চলে মৌবনে
ফুলের সৌন্দর্য ছড়িয়ে বাগানে
পাখিগুলো ওড়ে নীল গগনে।
ফুটেছে জুঁই চামেলি রজনীগন্ধা,
সৌন্দর্যে ভরে গেলো স্বর্নালী সন্ধ্যা,
গন্ধরাজ ছড়িয়ে দিলো সৌরভ
আলোকিত জবা গাঁধার গৌরব।
বকুল ঝরে পড়ে পৃথিবীর পরে
রেখে যায় সৌরভ চিরতরে,
টগর কদম বেলী কামিনীর
সুগন্ধে
কাঁঠালচাপা হাসনাহেনার তীব্র ঘ্রাণে,
ঘুম আসে না নিশিকালে দুনয়নে।
মন চলে যায় রঙিন ফুল কাননে
যেন রঙ বেরঙের ছড়াছড়ি,
এযেন ভালোবাসার স্বর্গপুরি।
রক্তিম কৃষ্ণচূড়া ফুটলো
গাছের ডালে ডালে
আলোকিত এক রঙিনপুরি
প্রকৃতি দোলে রঙিন ডালেডালে
মন ছুটে চলে বারেবারে
ফুলের সৌন্দর্য সারা মনজুড়ে
ঘাস ফুলগুলো ফুটেছে ঘাসবনে
আবহেলায় আছে সবার থেকে দূরে
তবুও ঘাসবনে আলোকিত করে,
ফুলের সৌন্দর্য আরও দিলো
ছড়িয়ে ফুলের বাগানে
নানা রঙের গোলাপ ফোটে
কাননে কাননে,
ফুলের রানী গোলাপ জানি
গোলাপ ভালোবাসে সবাই মানি
শুধু ফুলের মেলা ভালোবাসার
ভেলা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here