হেমন্তিকা
নাসরিন জাহান মাধুরী
তখন তোমার বিষাদ ছিলো মনে
তখন তোমার বিষাদ ছিলো মনে
শরত সাদা কাশ ফুলেরা যেমন করে
হারিয়ে ফেলে শুভ্রতার সেই আদর মাখা
মায়ার হাসি–
তেমনি তোমার বিষাদ ছিলো মনে
তিমির রাতের ঐ গগনের দীপ গুলোও
লুকিয়ে ছিলো বিষাদ মাখা আবরণে
শিশির ভেজা ঘাস গুলোতে বিষাদ ছিলো
হেমন্তিকার হিমেল হাওয়ায় বিষাদ ছিলো
তোমার চোখের অশ্রুকণায়””‘
বিষাদ মাখা মায়া ছিলো
বিষাদ মাখা মায়া ছিলো।