কলমযোদ্ধা সাবিনা আনোয়ার এর লিখা গদ্য কবিতা “হারিয়ে খোঁজি”

499
কলমযোদ্ধা সাবিনা আনোয়ার এর লিখা গদ্য কবিতা “হারিয়ে খোঁজি”

হারিয়ে খোঁজি

              সাবিনা আনোয়ার

স্টেশনে স্টেশনে ঘুরে ফেরা মানুষকে নিজের মতো করে পাওয়ার আশায় বারবার হারিয়ে খোঁজি!
যখন ছিলাম খুব কাছাকাছি দেখেছিলাম তার মুখমন্ডলে তারুণ্যের বসবাস,
ইন্দ্রনীলের সৌরভ আঁকা!
আমি তন্ময় হয়ে ভাবি আজও অতীতের সেই খেলাঘরের আঙ্গিনা ছিলো তার উপস্থিতিতে সরব সেখানে সুখ আনন্দ বেষ্টনীতে আমরা ছিলাম যুগলবন্দী!
ভালোবাসা ময় সে এক অন্যরকম অনুভূতি আজ এক বিক্ষিপ্ত ঝরে এলোমেলো!
জীবন যাত্রায় সে এক বাস্তবতার আলোক, আজ আর আমার ভেতরের আমিকে খোঁজে পাইনা!
আমার বিতর্কিত চাওয়া
পাওয়া আজ বিদ্রুপের হাসি হাসে!
আসলে যে চায় সে ভীষণ ভাবে চায়,
যে হারায় সে হয়তো তেমন করে চায়না!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here