জলনামা
রেবা হাবিব
আষাঢ়ি কদম দোল খায় বৃষ্টির বাতাসে
বর্ষার উপহার পদ্মার চিবুক ছেঁড়া ছন্দ!!
সাথে দুপুরের ভাতঘুম আর মায়াবতী সন্ধ্যা।
অসমাপ্ত আশার বীজগুলো কুড়ি মেলে বিশাল
নীল আকাশের বুকে।
অশান্ত মন, অশান্ত সময়ে
খুঁজে ফেরে ভালোবাসার মত ভালোবাসা
আর বেঁচে থাকার মত কয়েকটি দিন।
অন্ধকারে হারিয়ে যাচ্ছে বয়স!!
তাইতো
লিখে ফেলছি আনমনে মহাকালের কাব্য, দিনলিপি
আর যাদুকরী জোছনার বেশে ঝাউবনের শিয়রে গিয়ে
ফেলি দীর্ঘনিঃশ্বাস!!
খুঁজে ফিরি তাকে, যে আছে কান্নাভেজা মেঘের মিছিলে
গুটিয়ে চলেছে ত্রস্ত জীবন, ভেজা ঘাসের গন্ধে।