“আমি কার প্রিয়তমা”কবিতাটি লিখেছেন কলমযোদ্ধা-দিলরুবা বেগম

369
“আমি কার প্রিয়তমা” কবিতাটি লিখেছেন কলমযোদ্ধা- দিলরুবা বেগম।

আমি কার

          প্রিয়তমা

দিলরুবা বেগম

কিছু কিছু অনুভূতি
বুকের গহীনে নীল নীল বেদনায়
স্তুপ হয়ে আছে ।
আজও হয়নি শোনা
হবে ও না শোনা আর ,
আমি কার
প্রিয়তমা !

একটা দিন কিংবা একটা রাত
কাটানো হলো না
তোমার সনে আপন মনে
কিংবা নিজের করে, শুধু একটাদিন !
অপূর্ণ রয়ে গেল
এই পোড়ামনে !
পাবোও না আপন করে
এ জীবনে আর কোন দিন।

কিছু কিছু দুঃখ আছে
এই পোড়ামনে
বলবো আমি কার সনে।
শোনার মত মনের মানুষ নাই
তাই তো –আহা !
এই পোড়ামন দুঃখ, বেদনা
চেপেই চলে
জীবন অস্তাচলে !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here