ত্যাগেই মিলে সন্তুষ্টি আল্লাহর
শারমিন আ-ছেমা সিদ্দিকী
আসছে আবার ঈদ উল আজহা
উট,দুম্বা সবই হবে কোরবানি,
কেহ করবে গোসত বিতরণ
আবার কেহ করবে মেজবানি।
কেহ বুঝে কোরবানি মানেই ত্যাগ
আবার কেউবা বুঝে খানাপিনার ধুম,
তাতপর্য যদি জানতো সবাই তবে
কারো চোখেই থাকতো না ঘুম।
আল্লাহ যখন করলেন আদেশ ইব্রাহীম (আ) কে,
দেখি কতো ভালোবাসো
পুত্র নাকি আমাকে?
পুত্র ঈসমাইলকে ডেকে নিয়ে গেল
পিতা ইব্রাহীম (আ) দূর থেকে বহু দূরে,
শুয়ে পড়ো বাবা দিব কোরবানি
তোমায় আল্লাহর নির্দেশে।
ঈসমাইল বলে ওহে আমার পিতা
এতো নিচ্ছ কেন সময়?
যাবো আমি আল্লাহর কাছে
তাই মৃত্যুকে করিনা ভয়।
চোখ বন্ধ করে ইব্রাহীম (আ)
পুত্রের গলায় চালালেন ছুড়ি,
একি আশ্চর্য! হয়েছে কোরবানি
অতি সাধারণ বকরি।
পাশে দাঁড়িয়ে পুত্র বলে ওহে পিতা
আমি আছি সবটুকুই ভালো,
হাসছে ফেরেস্তা বলে সব ঠিক
এবার পুণ্যের আলো ঢালো।