অনুভব
শারমিন আ-ছেমা সিদ্দিকী
জীবিত রাখিয়া করিলে মৃত
দেহটা কাটিয়া করিলে ধৌত
হে অসীম ক্ষমতাময়!
তবুও কেন মোরা
দেখিনা ভেবে
তুমি কতো দয়াময়?
নতুন জীবন করিলে দান
কিছুই না বুঝিলাম,
আমার ভিতরে বাঁধিয়া তোমায়
তোমাকেই চিনিলাম।
করেছি পাপ, দিয়েছ কষ্ট
অনেকেই তাই কয়,
ভালোবেসে তুমি, চিনিয়েছ তোমায়
শুধু সেটাই মনে হয়।