মৃত্যুঞ্জয় আমার প্রিয় কবি
সৈয়দা কামরুন নাহার শিল্পী
পুরনো কাব্য পংক্তি কখনো পুরনো হয় না
নতুনের মাঝে বেঁচে থাকে
যুগ যুগ শতাব্দীর পর শতাব্দী তাই কবি তোমার মৃত্যু নেই–
আমার প্রিয় কবি এক মৃত্যুঞ্জয় মহামানব!
মহাকাব্য তোমরা পড়ো পড়তে দাও!
অথবা বুঝিয়ে দাও নির্জনে শুনবো সেসব কথা জানা আছে
পনেরই৷ আগস্ট সংখ্যাটি ভেঙেচুরে একাকার করে বুঝিয়ে দাও
বুঝিয়ে দাও আমার প্রিয় কবির সংগ্রাম স্বাধীনতার কথা আর তার নির্মম পরিণতি
আমার চির দিনের বন্ধ তালা তুমি ভেঙে ফেলে দাও
বের করে আন
নতুন সূর্যের আলোয় আমার প্রিয় কবি ও কবিতা
সে যে আজও অম্লান
এই বাংলার মাটিতে কারাগারের রোজনামচা ঘরে ঘরে পৌঁছে দাও
এ আমার প্রিয় কবির কবিতা শেখ মুজিব শেখ মুজিব
জন্ম মৃত্যুর খেলায় আমার অন্তরে বিকশিত একটি নাম শেখ মুজিব শেখ মুজিব
তুমি রক্তাক্ত বাংলায়
পনেরই আগস্ট তাজা রক্তে ঢেকে দিয়েছো
সে কথাই যুগ যুগ ধরে নতুন কবিতা তৈরি হবে
আমার প্রিয় কবি তুমি তুমি তুমি।।