সৃষ্টিশীল লেখনির আলোয় আলোকিত করেছেন ভারতের কবি নওরোজ নিশাত এর কবিতা “শাল গাছ ”

531
ভারতের কবি নওরোজ নিশাত

শাল গাছ

                 নওরোজ নিশাত

হোঁচট খাওয়া জীবনের ভারসাম্য
এমন অপরূপ তাল মান সমন্বিত গীতি ঝংকারে
পথ সোজা করে নিতে হয় ।
শিক্ষা নীতি আদর্শ
কখনো মোহ কে প্রশ্রয় দেয় না ।
যদিও মানুষ মোহাচ্ছন্ন থাকতে ভালোবাসে

সময়ের চাকায় জীবনকে উপভোগ
করতে গিয়ে
কখনো অন্যায়ের কাছে
মাথা নত করিনি।
শুধু ওই নীল আকাশ
আর চাঁদের কাছে
বার বার হার মেনেছি ।
আফসোস কখনো ছুঁয়ে দেখতে
পারিনি ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here