তারাদের সাথে
সৈয়দা কামরুন নাহার শিল্পী
হয়তো এমন একদিন আসবে
রাতের আকাশে তারাদের মাঝে
দূরবীন দিয়ে খুজবে আমায়–
যদি কোন তারা রাতের আঁধারে
ঝোরে পরে হয়তো ভাববে
ওই তো আমাদের দিদি দাদীমা তখন ইত্যাদি নানা নামে ডাকতে ইচ্ছে হবে–
হয়তো ইচ্ছে হবে বিছানার পাশ বালিশ টা যদি দাদি দিদিমা হত,
তবে জড়িয়ে ধরে গল্প শুনতাম পুরনো দিনের কত–
খেয়ালের বশে অবহেলায় হারিয়েছো যে সব দিন মনে পড়বে তখন
ভাববে দাদি মা দিদি মা দের কাছে না থেকে কত যে ভুল করেছি তখন
খেলার সাথী রে দাদি মার গল্প যত।।